প্রচ্ছদ

২০০’র বেশি আসন নিয়ে বিশাল জয় পাচ্ছে মমতার তৃণমূল

  |  ০৯:২৮, মে ০২, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

প্রতিবেশি দেশ ভারতের বাংলা রাজ্য পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

স্থানীয় সময় রোববার (২ মে) সকাল থেকে শুরু হয় ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে ২৯২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২০৮ আসন। আর বিজেপি জয় লাভ করেছে ৮০টি আসনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ২০৮টি আসনে এবং বিজেপি ৮০টি আসন পেয়েছে।

অন্যদিকে আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত তৃণমূল ২০৩টি আসনে এবং বিজেপি ৮৬ আসনে এগিয়ে রয়েছে।

গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছিল। শেষ হয় গত বৃহস্পতিবার। আট দফায় ভোট পড়ার অন্তর্বর্তী গড় ৮১ দশমিক ৬ শতাংশ।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস নজিরবিহীন জয় পেয়েছিল।

(আরটিভি নিউজ)