প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ২১

  |  ০৩:১৩, মে ০৩, ২০২১
www.adarshabarta.com

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ

শবেকদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।(৯৭:)

 

হাদিস

হযরত ওবাদাহ থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ () বলেছেন: যে কদরের রাত্রের অন্বেষনে সেই রাতেনামাজ পড়ে এবং তা পেয়ে যায় তার অতীতের ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় ।

(নাসাঈ)

 

দৈনিক দোয়া :

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْدُعَاءِ

হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যেথেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।(১৪:৪০)

 

মোহাম্মদ মখলিছুর রহমান

লন্ডন