সৌদি প্রবাসীদের সতর্ক করলো সৌদি আরবে রিয়াদে বাংলাদেশ দূতাবাস
মোঃ নাসির :
প্রবাসী বাংলাদেশিদেরকে প্রতারিত করার উদ্দেশ্যে সৌদি আরবে রিয়াদ দূতাবাসের ছবি ব্যবহার করা হচ্ছে। এসব বিজ্ঞাপন থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
রোববার (২ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এই আহ্বান জানায়। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোনোপ্রকার আর্থিক লেনদেন না করার ব্যাপারে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট ও বিভিন্ন জনপ্রিয় সাইটে ‘সুচতুর বাঙালি শর্টকার্ট’ নামক একটি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে বলে দূতাবাসের গোচরীভূত হয়েছে। এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রতারিত করার উদ্দেশ্যে দূতাবাসের ছবি ব্যবহার করা হচ্ছে।
রিয়াদ দূতাবাস জানায়, এ ধরনের বিজ্ঞাপনের সঙ্গে দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা নেই। সৌদি আরব প্রবাসী সকল বাংলাদেশি অভিবাসীদের এ ধরনের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোনোপ্রকার আর্থিক লেনদেন না করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।