প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ২৪

  |  ০২:৫৮, মে ০৬, ২০২১
www.adarshabarta.com

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

 

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَافِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে যাহা হইতেছে নসিয়ত ,অন্তরের রোগের নিরাময়, হেদায়েত রহমত মুমিনদের  জন্য।“(১০:৫৭)

 

হাদিস

 

আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত , এক ব্যক্তি রাসূল (সঃ) কে জিজ্ঞেস করল ইসলামেরকোন জিনিসটি উত্তম ? তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে  পরিচিতঅপরিচিত সকলকে সালাম দিবে l (বুখারী )

 

দোয়া

 

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতে  কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং  আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।(:২০১)

 

মোহাম্মদ মখলিছুর রহমান

লন্ডন