সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “রবির গানে”
প্রকাশিত হয়েছে | ২০:০৮, মে ০৮, ২০২১
www.adarshabarta.com
রবির গানে
সুফিয়ান আহমদ চৌধুরী
রবির গানে খোকন সোনা
মিষ্টি ভোরে জাগে
সোনার আলোয় রঙটা মেখে
অশুভ সব ভাগে।
সোনার দেশের সোনার ছেলে
কী যে খ্যাতি পায়
বিশ্ব কবির সুনাম নিয়ে
বুক জুড়িয়ে যায়।
খোকন সোনা আনন্দ মনে
পাঠেতে সুখ পায়
কবিতা আর ছড়ায় গানে
মনটা ভরে যায়।
বিশ্ব কবির রঙিন ছবি
ইলিক ঝিলিক হাসে
এমন দিনে সবার ঘরে
স্বপ্ন মধুর ভাসে।
বিশ্ব কবির কথাটা বুকে
লালন করে রাখে
খোকন সোনা রঙ তুলিতে
কবির ছবি আঁকে।