সিলেটের নতুন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান
আদর্শবার্তা ডেস্ক :
মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানকে সিলেট বিভাগের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৯ মে ২০২১) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট বিভাগের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তিনি বর্তমান বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসির পদে আসীন হবেন।
সিলেটের বর্তমান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।
মো. মশিউর রহমান এনডিসি ২০২০ সালের ১২ জানুয়ারি সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।
এক বছরের অধিককাল তিনি সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন।