প্রচ্ছদ

করোনার ভ্যাকসিন আসতে ৯ মাস লাগতে পারে: বিল গেটস

  |  ২১:১৬, মে ০১, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের বিস্তার রোধে সক্ষম এমন একটি ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত জীবন স্বাভাবিক হবে বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। করোনাভাইরাসের একটি টিকা আবিষ্কারের জন্য কাজ করে যাচ্ছে বিল গেটসের ফাউন্ডেশন। তবে করোনার টিকা আসতে আগে যে সময় ধারণা করা হয়েছিল, তার আগেই তা বাজারে আসতে পারে। খবর ব্লমবার্গের।

বৃহস্পতিবার নিজের একটি ব্লগ পোস্টে গেটস লিখেন, ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন যে তিনি মনে করেন করোনাভাইরাসের একটি ভ্যাকসিন তৈরি করতে ১৮ মাসের মতো লাগতে পারে। আমি তার সঙ্গে একমত, তবে একটি ভ্যাকসিন আসতে ৯ মাসের মতো লাগতে পার বা সর্বোচ্চ দুই বছর লাগতে পারে।

গেটস বলেন, যদি ১৮ মাসও লাগে তাহলে একটি নতুন ভ্যাকসিন তৈরিতে এটাই হবে সবচেয়ে দ্রুততম সময়। এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের যে ১১৫টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে এগুলোর মধ্যে ৮-১০টি আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেছেন গেটস।

তিনি বলেন, বেশ কয়েকটি সম্ভাব্য করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে দুটি নতুন অ্যাপ্রোচ নিয়ে আমি বিশেষভাবে উত্তেজিত, এগুলো হলো-আরএনএ ও ডিএনএ। এখন হয়তো আশার আলো দেখা যাচ্ছে না কিন্তু সামনে ইতিবাচক সময় অপেক্ষা করছে।