রামাদানে প্রতিদিন: দিন ২৮
রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস, লাইলাতুল কদরের মাস, সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করা, কোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করা।চেষ্টা করা কম করে হলে ও প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া ও একটি দোয়া শিক্ষাকরা।
কোরআন
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُأَضْعَافًا كَثِيرَةً ۚ وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
“এমন কে আছে যে, আল্লাহকে করজ দেবে, উত্তম করজ; অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ–বহুগুণবৃদ্ধি করে দিবেন। আল্লাহই সংকোচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তাঁরই নিকট তোমরা সবাই ফিরে যাবে।(২:২২৫)
হাদিস
হজরত আছমা
বিনতে আবু বকর (রা) থেকে ৰর্ণিত তিনি বলেন নবী করীম স: আমাকে বলেছেন সম্পদ আবদ্ধ করে রেখো না, রাখলে তোমার ক্ষেত্রে ও (না দিয়ে) আবদ্ধ করে রাখা হবে। (বুখারী)
দোয়া
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।(২৫:৭৪)
মোহাম্মদ মখলিছুর রহমান
লন্ডন