প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ৩০

  |  ০২:৪৬, মে ১২, ২০২১
www.adarshabarta.com

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষাকরা

 

কোরআন

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ
যে দিবসে ধনসম্পদ সন্তান সন্ততি কোন উপকারে আসবে না (২৬:৮৮)

إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।(২৬:৮৯)

 

হাদিস

 

হজরত ইবনে আব্বাস  রা: থেকে বর্নিত:

রাসুলুল্লা : যাকাতুল ফিতিরকে রোজাদারের বেহুদা কথা কাজ এবং গুনাহ থেকে পবিত্রকরা এবং অসহায় মিসকিনের খাবার উদ্দেশ্যে ফরজ করেছেন। যে ব্যক্তি ঈদের নামাজের আগে  তা আদায়  করে, সেটি আল্লাহর  কাছে কবুল হবে। আর যে ব্যক্তি তা ঈদের নামাজের পরে আদায় করে তা আন্যান্য সাধারণ দান সদকার মতো বিবেচিত হবে।

(আবু দাউদ, ইবনে মাজাহ)

 

দোয়া

 

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ; এবং আমাদেরক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী দয়ালু।(:১২৭১২৮)

 

মোহাম্মদ মখলিছুর রহমান 

লন্ডন