প্রচ্ছদ

জেবু নজরুল ইসলাম-এর কবিতা “সাগরকন্যা”

  |  ০৯:৩৭, মে ১৭, ২০২১
www.adarshabarta.com

সাগরকন্যা

জেবু নজরুল ইসলাম

ইচ্ছে করে সারাদিন রাজ হংসের মতো
সাঁতার কাটি তোমার চোখের সমুদ্রে
অথবা ডুবুরী হয়ে ঝিনুক কুড়াই
তোমার নীল সমুদ্রের নিতলে।

কি করে যাবো তোমার কাছে সাগরকন্যা
সম্মুখে গভীর অরণ্য, নদী আর পাহাড়,
এখান থেকে বহু দূর সাগরতীরে তোমার নিবাস
যেখানে তোমায় ঘিরে থাকে সুমধুর বাতাস।

প্রত্যূষে সাগরের গর্জন শুনেছ নিশ্চয়
দেখেছো তার বিক্ষুব্ধ তরঙ্গ,
শুধু দেখ নাই এ বুকের উপচে ঢেউ আর
নিঃশব্দ হাহাকার।

আহা যদি হতাম সাগরের লোনাজল
তোমাকে ছুঁয়ে দিতে ছুটে আসতাম ঊর্মি হয়ে
আমার বুকে রাখতাম তোমার কোমলপদ্ম পদযুগল।

তোমার কাছে ছুটে আসতে
একদিন ডিঙ্গাব দুর্গম গিরি,
পাড়ি দেবো খরস্রোতা নদী,
অতৃপ্ত বাসনার
সাধের অনলে পুড়ছি এখন দিবা-রাত্রি।