করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে ভারতে
আদর্শবার্তা ডেস্ক :
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনায় শনাক্তের পরিমাণ ও মৃত্যু আরও কিছুটা কমেছে। এ নিয়ে টানা পঞ্চম দিন শনাক্তের পরিমাণ তিন লাখের নিচে রয়েছে। তবে এখনো মৃত্যু চার হাজারের বেশি।
শনিবার (২২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে প্রায় ২ লাখ ৫৭ হাজার জনের। এ সময়ের মধ্যে ২০ লাখ ৬৬ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৯ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে করোনায় ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৯ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে করোনায় ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট প্রায় ২ কোটি ৬২ লাখ ভারতীয়র করোনা শনাক্ত হলো।
গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়।
গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়। গত চার দিন ধরে ভারতে তিন লাখের নিচে করোনা শনাক্ত হচ্ছে।
৭ মে ভারতে প্রথম এক দিনে করোনায় চার হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। তারপর একাধিক দিন দেশটিতে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ গতকালও দেশটিতে মৃত্যু চার হাজারের ওপরে উঠল।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যুও। এ পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করতে রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া