প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা “প্রিয়”

  |  ১৩:৫৯, মে ২৬, ২০২১
www.adarshabarta.com

প্রিয়

পার্থ সারথী চৌধুরী

আমি সবার প্রিয় ছিলাম না কখনো খুব
আজও আছি ঠিক তেমনই, প্রিয় নই
কিন্তু অপ্রিয় বলেও নিজেকে ভাবিনা।
প্রিয়-অপ্রিয়ের মাঝামাঝি ছিলাম, তাই
প্রিয় প্রশংসা যেমন ভালো বুঝিনি
অপ্রিয়ের অবহেলাও বুঝিনি তেমন।
মাঝামাঝি থাকার সুবিধাই এমন
ভালো মন্দের আছড় লাগে না গায়ে
মন্দ ও ভালোর দ্বন্দ্বে দাড়াতে হয়না।
যখনি কোনো দারুন অবহেলা পাইনি
ভেবেছি ভালো কিছু হয়েছে নিশ্চয়।

কিছু কথা বলার থাকলেও বলা যায় না
কেনো বলা যায় না তাও বলা যায় না
শীতের বিকেলে ফাঁকা মাঠে দাঁড়িয়েও
গায়ে দেয়া যায় না কুয়াশার চাদর।