চূড়ান্ত হয়েছে কোপার আয়োজক দেশের নাম
আদর্শবার্তা ডেস্ক :
আর্জেন্টিনা থেকে কোপা আমেরিকা সরে যাচ্ছে এই খবর এতক্ষণে পুরনো হয়ে গেছে। নতুন খবর, এবারের কোপা আমেরিকা আয়োজন হবে ব্রাজিলে।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) তাদের সভা শেষে জানিয়েছে টুর্নামেন্ট শুরু ও শেষের তারিখ আগের মতোই থাকছে। তবে ভেন্যু আর ম্যাচের সূচি পরে জানানো হবে।
কোপা আমেরিকার এবারের আসর অনুষ্ঠিত হবার কথা ছিল যৌথভাবে কলম্বিয়া ও আর্জেন্টিনায়। তবে রাজনৈতিক কারণে কলম্বিয়া বাদ পড়ে যায় আয়োজকের তালিকা থেকে।
তাতে এককভাবে আর্জেন্টিনাতেই হবার কথা ছিল আসর। তবে আর্জেন্টিনাতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরিয়ে নেয়া হয়েছে ব্রাজিলে।
উল্লেখ্য, চলতি মাসে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগের সব ম্যাচও স্থগিত করে দেয় দেশটির ফুটবল ফেডারেশন। তাতে কপাল পুড়ল কোপার আয়োজক দেশ হবার।
(আরটিভি নিউজ)।