প্রচ্ছদ

এড়া-বরাক খাল পানি ব্যবস্থপনা সমবায় সমিতি লিঃ এর জরুরী সভা অনুষ্ঠিত

  |  ১৫:০৪, জুন ০৫, ২০২১
www.adarshabarta.com

এড়া-বরাক খাল পানি ব্যবস্থপনা সমবায় সমিতি লিঃ এর এক জরুরী সভা ৫ জুন ২০২১ ইংরেজি তারিখে অনুষ্ঠিত হয়। এড়া-বরাক খাল পানি ব্যবস্থপনা সমবায় সমিতি লিঃ আউশ কান্দি ইউনিয়ন, উপজেলা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ এর অফিসীয়াল খাতা-পত্র ও কাগজাদি খতিয়ে দেখার তদারকিতে নিমগ্ন ও ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

এড়া-বরাক খাল (পাবসস) লিঃ এর সভাপতি কাজী আলহাজ্ব এম এম শাহেদ মিয়া ও আরোয়া কলকলিয়া (পাবসস) লিঃ। নবীগঞ্জ উপজেলার সভাপতি শফিকুর রহমান সাহেব। উভয় সমিতির সভাপতি মিলে এড়া-বরাক খাল (পাবসস) লিঃ এর অফিসিয়াল খাতা-পত্র, নিরীক্ষণ ও পর্যালোচনায় গুণ গত মান ভালো ও যথাযথ বলে সন্তুষ প্রকাশ করেন। এই ধারা কে এগিয়ে সামনের দিকে নিয়ে যেতে সংশ্লিষ্ট সমিতির সকল সদস্য সহ দেশ বিদেশে অবস্থানরত এলাকার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা, সহমর্মিতা ও পরামর্শ কামনা করা হয়েছে।