প্রচ্ছদ

কাজী মহিউল ইসলাম-এর কবিতা “আটকে গেছে”

  |  ১৪:০৭, জুন ১২, ২০২১
www.adarshabarta.com

”আটকে গেছে”

কাজী মহিউল ইসলাম

বৃষ্টির পানি আটকে গেছে
সকল পথই বন্ধ,
নিয়মিত ঘটছে এসব
কর্তৃপক্ষ অন্ধ!

রাজপথে এক-কোমর পানি
ভাসছে গাড়ি জলে
মানুষ নাকাল, নাস্তানাবুদ
দু:খে পিত্ত জ্বলে!

বছর বছর হচ্ছে নাকি
লক্ষ, কোটি বরাদ্দ,
রাঘব-বোয়াল খাচ্ছে গিলে
দেশের টাকার শ্রাদ্ধ!

এই বাদলেও বুড়িগঙ্গার
জলটা কেন কালো?
এর জবাব বুড়িগঙ্গাই
দিয়েছিলো ভালো—

“কালো টাকা করলে সাদা
ময়লা যাবে কই?
সেই ময়লা করতে ধারণ
আমিই বেঁচে রই”।