লন্ডনে বর্ণবাদী হামলা, কানাইঘাট এসোসিয়েশন ইউকের নিন্দা
আদর্শবার্তা ডেস্ক :
পূর্বলন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন একজন নিরীহ বাঙালি । পূর্বলন্ডনের কেবল স্ট্রিটে সাইকেল লেনে উনার পাশে থাকা আরেক কৃষ্নাঙ্গ সাইকেল আরোহী বিনা উস্কানিতে প্রথমে খারাপ মন্তব্য করে এবং পরে আক্রমণ করে । গত শনিবার দুপুরে আক্রান্ত হওয়া প্রবাসী বাঙালি জনাব মুক্তাদির চৌধুরীর সাথে আলাপ করে জানা যায় যে উনি মনে করেন একমাত্র উনার পোশাক ও ধর্মীয় কারণে সে এই আক্রমণ করেছে । সাইকেল লেনে উনার পাশে থেকে প্রথমে সে আইসিস বলে উনাকে উত্তক্ত্য করে এবং পরবর্তীতে আক্রমণ করে । জনাব মুক্তাদির চৌধিরীর মুখে ও শরীরে আঘাত করে এবং উনি মাটিতে লুটিয়ে পড়েন ।
অন্য পথচারীরা এগিয়ে এসে উনাকে সাহায্য করেন এবং হাসপাতালে প্রেরণ করেন ।পুলিশ আক্রমণকারী বর্ণবাদী কৃষ্নাঙ্গ লোকটিকে গ্রেফতার করেছে ।
জনাব মুক্তাদির চৌধরীর দেশের বাড়ি কানাইঘাট উপজেলার ৩ নং দীঘির পার ইউনিয়নের পূর্ব কুওরের মাটি গ্রামে ।তিনি লন্ডনের প্রখ্যাত ইসলামী বেক্তিত্ব মাওলানা বশিরুজ্জামান সাহেবের শ্যালক ।জনাব মুক্তাদির চৌধরী দেশে দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন ।
ঘৃণ্য এই বর্ণবাদী হামলার নিন্দা জানিয়েছেন ইউকেতে বসবাসরত কানাইঘাটবাসিদের সংগঠন” কানাইঘাট এসোসিয়েশন ইউকের ” নেতৃবৃন্দ । সংগঠনের প্রাক্তন সভাপতি ও এডভাইসারি কমিটির সদস্য মাওলানা রফিক আহমেদ , চেয়ারপার্সন জনাব নাজিরুল ইসলাম , সেক্রেটারি মখলিছুর রহমান , ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী এবং সাংগঠনিক সেক্রিটারি ফারুক আহমেদ চৌধুরী সহ কমিউনিটির অনেকে । বিবৃতিতে সকলে এই হামলার নিন্দা জানান এবং গ্রেফতার হওয়া হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে এই ধরণের বর্বর হামলার ঘটনা না ঘটে ।