সাইফুর রহমান কায়েস-এর কবিতা “লিখে রাখি শোলক বলা দুখের অক্ষর”
“লিখে রাখি শোলক বলা দুখের অক্ষর”
সাইফুর রহমান কায়েস
মরা মানুষের কোনো ইতিহাস নাই
মরা মানুষের কোনো দর্শন নাই ।
পাখির পালক খসে গেলে নিজেকে ভারমুক্ত মনে হয় । বেচে থেকে কি হবে ?
আমার যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজন বিষ
শরীরে বাসা বেধেছে অষ্টিও আর্থরাইটিস
বিত্তি নাই , বেসাতি নাই , উৎফুল্ল নেই চিত্ত
আমার জীবনয়ায়ূ নিভে গেলেই সফল হবে প্রায়শ্চিত্ত
প্রশান্তি ও নির্বাণোন্মুখ হয় মানুষ মৃত্যুতেই নিশ্চিত
মহামারী কেনো ফিরে যায় বারেবারে হয় বুঝি ধর্ষিত
এবার বৃষ্টি নামুক চোখে ধারাজল , মাটি ঠাকুক অকর্ষিত
প্রলয়ের ভয়ে বন্ধ রাখি চোখ , শুধু ঝাপটাই পাখা
জীবনের ভারে নতমুখী আমি ছাইভস্ম সবই ছাখারাখা
ভাত দেবার ভাতার নয়
সে কিল মারার গোসাই
মাঝরাতে ক্ষিধের জ্বালায়
আচল টেনে কয়
হে নাকি মর হাই
আমি বাচি না আমার নিজের জ্বালায়
বাশুরি বাজিয়ে পরান কেনে নেয় না কালায়
বুদ্ধের বাণী প্রচারে দেশে দেশে ভরমিলা শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
জীবনে দুদণ্ড শান্তি নিশ্চিতে তিনিই হলেন পরম নির্ভর
একপাতা না ফোটা কায়েসের মিটে না পেরেশানি ,
লিখে রাখে শুধু শোলক বলা দুঃখের অক্ষর
মানি বা না মানি মড়কে যে মানুষ নয় অবিনশ্বর
এই বার্তা আমি বিলক্ষণ জানি
এই জগতে নিতে গিয়ে ভেন্টিলেশনের বায়ূ
নাতিঘন সন্ধ্যায় ক্রন্দন শুনি ফুরালো বলে কারো আয়ূ
ঘরে নিত্য টানাপোড়েনে হই জেরবার
একটু একটু করে ছিড়ে যাচ্ছে মর স্নায়ূ
শরীরে অতিথি হয়ে আরামসে থাকছে অষ্টিও আর্থরাইটিস
আমার ফুক্কা পকেট বলে হাত করে নিশপিশ
জীবন বাচাতে একদা দারকৃত খুজছি তাই বিষ
ডানা ঝাপটাবো হবো বলে নীলকণ্ঠ পাখি
নিজের জীবন বাচার লজ্জা হায় কিপ্রকারে ঢাকি
(সাইফুর রহমান কায়েস, প্রধান সম্পাদক শব্দকথা টোয়েন্টিফোর ডটকম)