সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই
সিলেট অফিস :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা গেছেন। সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক মহলসহ সবখানে নেমে এসেছে শোকের ছায়া।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান জানান, অ্যাডভোকেট লুৎফুর রহমান বার্ধক্যজনিত কারনে দু’দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। প্রায় মাস খানেক আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।মৃত্যুকালে লুৎফুর রহমানের বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি সাবেক গণপরিষদ সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। তিন বছর আগে সিলেট আওয়ামী লীগের কাউন্সিলে তাকে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিলো। এর আগে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এদিকে লুৎফুর রহমানের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিলেট আওয়ামী লীগে। মৃত্যুর খবর শোনার পর নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা তাকে হাসপাতালে দেখে আসেন। লুৎফুর রহমানের বাড়ি সিলেটের ওসমানী নগর থানার বড় হাজিপুর গ্রামে। সিলেট নগরী আম্বরখানা বড় বাজারে তার বাসা।