ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের সংবর্ধনা প্রদান
আদর্শবার্তা রিপোর্ট :
কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রাক্তন সভাপতি, বর্তমান এডভাইসারি বোর্ডের সদস্য, ইউকের খ্যাতিমান আইনজীবী, বাংলাদেশের প্রাক্তন জজ, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই “ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন” পাওয়ায় সংবর্ধনা দিয়েছে কানাইঘাট এসোসিয়েশন ইউকে। ৩ অক্টোবর ২০২১ (রবিবার) পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যানকিউটি হলে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিরুল ইসলাম।
কানাইঘাট এসোসিয়েশন ইউকের সেক্রেটারি মখলিছুর রহমান, এসিস্টেন্ট সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকী, হারুন রশিদ এবং অর্গানাইজিং সেক্রেটারি ফারুক আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী।
সভাপতির স্বাগত বক্তব্যের পর সংবর্ধিত অতিথির বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের ইসি মেম্বার, সিলেট এমসি কলেজের সাবেক ভিপি খরুজ্জামান খসরু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিস্টেন্ট সেক্রেটারি হারুন রশিদ, অর্গানাইজিং সেক্রেটারি ফারুক আহমদ চৌধুরী, ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী, সহ সভাপতি আবুল ফাতেহ, সহ সভাপতি ও ব্যবসায়ী আনিসুল হক, সাবেক সেক্রেটারি আজমল আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের, চৌধুরী ফ্যামেলি এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ চৌধুরী, ইউকে ট্রাইবুনাল জজ ব্যারিস্টার নজরুল ইসলাম খসরু, মারকাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সুয়েব আহমেদ, কানাইঘাট এসোসিয়েশন ইউকের এডভাইজার ইজ্জত উল্লাহ, ব্যবসায়ী বশিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শিক্ষানুরাগী মখলিছুর রহমান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, চ্যানেল এস-এর রিপোর্টার ইব্রাহিম খলিল, দর্পন সম্মাদক রহমত আলী, লেখক প্রাবন্ধিক সাদেকুল আমিন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম, বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মুন্তাকিম, বাংলা টাউনের সত্বাধিকারী, ব্যাবসায়ী রফিক হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে আগত হলভর্তি অতিথিদের উপস্থিতিতে সভাপতির বক্তব্যের পর সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া নিয়ে বরণ করেন নাজিরুল ইসলাম এবং পরবর্তীতে কানাইঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রধান করেন সকল এডভাইজারবৃন্দ।
সংবর্ধিত অতিথির বক্তব্যের পূর্বে তাঁর চ্যারেটেবল কাজের উপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।
ব্যারিস্টার কুতুব উদ্দিন সিকদার তাঁর বক্তব্যে এই অনুষ্টান আয়োজনের জন্য কানাইঘাট এসোসিয়েশনের সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি শুকরিয়া আদায় করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের পর মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
উল্লেখ্য, লন্ডনে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিজ্ঞ আইনজীবী ও বাংলাদেশের প্রাক্তন জজ ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমদ শিকদার এমবিই এবার “ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন” স্বীকৃতি অর্জন করেন।
যাঁরা তাদের নিজস্ব ক্ষেত্রে সাফল্য, স্বীকৃতি বা সমাজে সেলিব্রিটি হওয়ার গৌরব অর্জন করেন তাদেরকে এ উপাধি দেওয়া হয়।