বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে প্রাথমিক আবেদনপত্র হস্তান্তর
আদর্শবার্তা ডেস্ক :
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সম্প্রতি চক্ষু চিকিৎসার জন্য বিলাত সফরে এসেছেন। বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক আবেদনপত্র, একটি বই ও এতদসংক্রান্ত একটি বুকলেট গত ২৩ অক্টোবর শনিবার রাষ্ট্রপতি মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়।
রাষ্ট্রপতির পক্ষে আবেদনপত্রটি গ্রহণ করেন এপিএস, প্রিন্সিপাল আব্দুল হক সাহেব। এ সময় তাঁর সঙ্গে কিছুক্ষণ মত বিনিময় করা হয়। মত বিনিময়কালে তিনি অতি আগ্রহের সঙ্গে আশাব্যঞ্জক সহযোগিতার ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
শিক্ষাবিদ, প্রিন্সিপাল আব্দুল হক মহোদয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ডা. গিয়াসউদ্দিন আহমদ, এ কে এম আব্দুল হান্নান ও মৌলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেবকে ছবিতে দেখা যাচ্ছে।