কমিউনিটি ক্লিনিকে করোনার টিকাদান ক্যাম্পেইন শুরু শনিবার
আদর্শবার্তা ডেস্ক :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ ক্যাম্পেইনে সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হবে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক।
তিনি বলেন, এই কর্মসূচিতে ১৮ বছরের যেকোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত পাঁচশ মানুষকে টিকা দেওয়া হবে। ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকা কার্যক্রমকে পৌঁছে দিতেই এই ক্যাম্পেইন হচ্ছে।
ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রেই টিকাসহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান ডা. শামসুল হক।