রেনেসাঁ সাহিত্য মজলিসের সাহিত্য সভা ও বিজয় দিবসের অনুষ্ঠান
গত ২৯ ডিসেম্বর মঙ্গলবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মাসিক সাহিত্য সভা পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম সেন্টারে অনুষ্ঠিত হয় ।সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিজয়ের সুবর্ন জয়ন্তি ও বিজয় দিবস নিয়ে আলোচনা করেন -আলহাজ্ব নুর বকশ, রফিক আহমদ রফিক, হাজী ফারুক মিয়া ও নজরুল ইসলাম রাজ্জাকী।
বিজয় দিবস নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন -মাওলানা ইমাদ উদ্দিন, কে এম আবুতাহের চৌধুরী ও শিহাবুজ্জামান কামাল।
সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,জেনারেল এম এ রব, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সকল সেক্টর কমাণ্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
সভায় বক্তারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার, সুবিচার ও আইনের শাসন নিশ্চিতের জোর দাবী জানান।
সভায় প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবী জানানো হয়।
এখানে উল্লেখ্য রেনেসাঁর আগামী সাহিত্য সভা হবে ৩১ জানুয়ারী সোমবার বিকাল ৬ টায়। এ সভায় সংগঠণের সকল সদস্য ও সাহিত্যমোদীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।