জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৫শ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ
হাকিকুল ইসলাম খোকন :
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া ও সহধর্মিনী লন্ডন প্রবাসী জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারপার্সন, রোটারিয়ান রাবেয়া তাহেরা মসজিদ এর অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫শত হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (লেফ-তোশক) বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিতরণ পূর্বক আলোচনা সভায় ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী সদস্য শাহাব উদ্দিন শিহাব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া, চেয়ারপার্সন রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ, বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, দেলোয়ার হোসেন, ট্রাস্টের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, ময়নুল ইসলাম মঞ্জু ও মুজিবুর রহমান জামাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রেঙ্গা হাজীগঞ্জ ডেভলাপমেন্ট ট্রাষ্টের উপদেষ্টা হাজী শাহাবুদ্দিন, রেংগা হাজিগঞ্জ ডেভলাপমেন্ট ট্রাস্টের উপদেষ্টা দারা মিয়া, রেঙ্গা হাজীগঞ্জ ডেভলপমেন্ট ট্রাষ্টের সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী নুরুল আখতার, সিলেটের নাট্যকার শাহেদ মোশাররফ (কটাই মিয়া) দৈনিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা-আহবায়ক শহিদুল ইসলাম, মোগলাবাজার থানা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য জামাল উদ্দিন, জুয়েল বেগ, ডাঃ রিয়াজ আহমেদ শুব, খালেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা সায়েকুল ইসলাম, রুম্মানুল হক, সেলিম আহমদ মেম্বার, ছদরুল ইসলাম, কাজিরগাঁও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারিক মিয়া, সালাম হাজারি, ইবাদুর রহমান প্রমুখ। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মানবতার কল্যাণে নিবেদিত ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৯ সালে মোগলাবাজারে ট্রাস্ট পরিচালনা কমিটি গঠন করে অসংখ্য সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্বোধনী দিনে ৫শত হতদরিদ্র শীতার্ত পরিবারকে উক্ত শীতবস্ত্র (লেফ-তোশক) বিতরণ করা হয় এবং দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ সিলেট মহানগর এলাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
(খবর বাপসনিউজ)।