পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ
আদর্শবার্তা ডেস্ক :
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সংসদ থেকে পদত্যাগ করার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি সংসদ বয়কট করায় শাহবাজ প্রধানিমন্ত্রীর পদ পেয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও ডন।
এর আগে ইমরানের খানের ঘোষণা মেনে সংসদ বয়কট করেন ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। সাথে পিটিআই’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহ মাহমুদ কোরেশিও পার্লামেন্ট বয়কটের ঘোষণা দেন।
নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরুর আগেই সংসদ থেকে গণপদত্যাগের ঘোষণা দেয় সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পিটিআই।
সূত্র: ডন ও জিও