প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “বানভাসিদের জন্য”

  |  ১৬:৩৭, জুন ১৮, ২০২২
www.adarshabarta.com

বানভাসিদের জন্য
শিহাবুজ্জামান কামাল

পাহাড়ি ঢল নামলো আবার সিলেট হলো তল
মুশলধারে বৃষ্টি ঝরে
বাসা বাড়ি তল।

পানিবন্ধি মানুষেরা
ভীষণ অসহায়
একটু খানি মাথা গোঁজার
ঠাই না কোথাও পায়।

পাল্টে গেল আজকে জানি
দেশের দৃশ্যপট
সর্বত্র যে দেখা দিল
মহা এক সংকট।

আমরা যারা নিরাপদে
ভাবতে হবে আজ
অসহায়ের সাহায্যার্থে
করতে হবে কাজ।

বানভাসিদের মুসিবতে
আল্লাহ্ রহমন
তোমার কৃপায় এই বিপদে
দাওগো পরিত্রাণ।

লন্ডন,
১৮ জুন ২০২২ইং