প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “পদ্মা সেতু”

  |  ১৮:২১, জুন ২১, ২০২২
www.adarshabarta.com

পদ্মা সেতু

সুফিয়ান আহমদ চৌধুরী

পদ্মা সেতু নিয়ে গর্ব
আলো জ্বলে রাঙা
সেতু হলো ঠিক ঠিক
সুখে মন চাঙা।

জয় বাংলা জয় জয়
পদ্মা সেতু ঠিক
দেশ জুড়ে খুশি কত
কী যে ঝিকমিক।

পদ্মা সেতু গড়ে ওঠে
মন ওঠে ভরে
সেতু নিয়ে দিকে দিকে
সুখে হর্ষ করে।

পদ্মা সেতু মুখে মুখে
দেশ জুড়ে নাম
এই সেতু নির্মাণে যে
কী যে শ্রম-ঘাম।

পদ্মা সেতু অপরুপ
চোখে চোখে ভাসে
ভয় দুঃখ ভুলে জাতি
মন খুলে হাসে।

বাতি জ্বলে ঝলোমলো
পদ্মা ঠিক হাসে
স্বপ্ন আশা ঝকঝকে
রঙে রঙে ভাসে।

নিউ ইয়র্ক,
২১ জুলাই ২০২২