শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “এত গরম”
প্রকাশিত হয়েছে | ১১:৩৫, জুলাই ১৭, ২০২২
www.adarshabarta.com
এত গরম
শিহাবুজ্জামান কামাল
পড়ছে গরম সইবে কেমন
ভীষণ জীবন যাত্রা
প্রতি দিনই বাড়ছে কেবল
গরমের তাপমাত্রা।
ঘর থেকে কেউ যাচ্ছে ছুটে
পার্কের ছায়া তলে
গাছের নিচে শুয়ে থাকে
গায়ের জামা খুলে।
রোদের প্রকট ক্রমেই বাড়ে
সাথে থাকছে গরম
পাতলা জামা পরছে মানুষ
দেখলে লাগে শরম।
ফ্রিজে রাখা বরফ টুকরো
বোতল ভরা পানি
এসব খেয়েও হচ্ছেনা কাজ
বাড়ছে পেরেশানি।
স্কুল থেকে বার্তা পাঠায়
নানা নির্দেশনা
ছেলেমেয়েদের স্কুল আসতে
আপাতত মানা।
প্রভুর সৃষ্টি বিচিত্র সব
ভাবলে অবাক লাগে
ঠান্ডার দেশে এত গরম
কেউ দেখেনি আগে।
লন্ডন
১৬ জুলাই ২০২২ ইংরেজি