সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা
জীবনের দিন যায়
সুফিয়ান আহমদ চৌধুরী
জীবন নয় কানামাছি খেলা, পুতুল খেলা
সুখ আর দুঃখ নিয়ে জীবন চলে এগিয়ে –
জীবনের মিছিল চলে প্রতি দিন, চলে যে
সংগ্রাম করে কষ্ঠের ভেতর বেঁচে কী যে –
বৃষ্ঠিতে ভিজে,রোদে ঘামে,শীতে কেঁপে আহা
কাজ নিয়ে ব্যস্ত সময় যায় এই ভাবে যায় –
এমন করে সবার মাঝে বেঁচে থাকা হয়
সময় ভালোবাসা নিয়ে জীবনের দিন যায় –
ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, উল্টে যায়
জীবনের পাতা,সুখের দিনগুলো হারিয়ে যায়-
প্রিয় জনেরা চলে যায়,জীবনের ছন্দ যায় যে
চলার পথে যায় থেমে,বেদনার বাজে বাঁশি এই –
সাদা কাফনে শরীর পড়ে ঢাকা,আতরের ঘ্রাণে
আগরবাতি ছড়ায় গন্ধ চারপাশে জ্বলে হয় ছাই –
ব্যস্ত জীবনের সচল মানুষ হয়ে যায় মৃত লাশ
পড়ে থাকে সাজানো সংসার,ঘরবাড়ি সম্পদ-
জগতের সকল চাওয়া পাওয়ার হিসেব রেখে
কেমন করে হারিয়ে যায়,মায়ার স্মৃতি খোঁজে।