শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘ক্রোয়েশিয়া’
প্রকাশিত হয়েছে | ১৫:৫২, আগস্ট ২৩, ২০২২
www.adarshabarta.com
ক্রোয়েশিয়া
শিহাবুজ্জামান কামাল
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা
ক্রোয়েশিয়া দেশ
চারিদিকে ছিমছাম
মনোরম বেশ।
উচু নীচু পাহাড় আর
পথ আঁকা বাঁকা
লোকালয়ে নিরবতা
শুনশান ফাঁকা।
আকাশের গা ঘেষে
মেঘের ভেলা
ঝিলমিলে কড়া রোদ
আলোর খেলা।
দেখা যায় বিমান গুলো
উড়ে উড়ে যায়
আকাশের সীমা দিয়ে
দূর অজানায়।
সাগর বেষ্টিত দেশ
বৈচিত্র লাগে
স্রষ্টার সৃষ্টি দেখে
ভাবনা জাগে।
ক্রোয়েশিয়া,
২৩ আগস্ট ২০২২ ইংরেজি।