গিয়াসউদ্দিন আহমদের কবিতা আমার উন্মাদনা অপ্রতিরোধ্য
আমার উন্মাদনা অপ্রতিরোধ্য
গিয়াসউদ্দিন আহমদ
অনন্ত সাগরের পারে দাঁড়িয়ে আমি
জীবনকে দেখিতে পাই।
এ জীবন, জীবন তো নয়
এ যেনো এক মহাসমুদ্র।
জীবনের সব কটি পথ আমাকে
হাতছানি দেয়, আমাকে আগলে রাখে
আমি বিস্মিত, আমি পথহারা
আমি ভাসমান সমুদ্র।
কোথা থেকে এলাম আমি
কোথায় আমার গন্তব্য?
সীমাহীন পথচলায় আমি বড্ড ক্লান্ত।
পথ চলতে কোথাও নেই আমার মানা
আমার শক্তিই আমার উন্মাদনা।
একজন বলছিলো আমাকে
কবিতা না লেখার জন্য
তা আমি পারিনি, কারণ কবিতা
আমাকে ঘুমোতে দেয়নি।
কবিতা আমাকে হাতছানি দিয়ে ডাকে
আমাকে বলে এগিয়ে যাও জীবনের পথে।
কারো পানে থাকাবার সময় নেই তোমার
কারণ, আমি তোমাকে চাই
তুমিই তো আমার।
তোমার মাঝে আছে প্রেম, মানবতায়
সিক্ত তুমি, তুমিই বৈষম্যহীন সমাজ।
মনুষ্যত্ব বিবেচনায় তুমি শ্রেষ্ট
তোমাকে ঘৃণা করে যে সে নয় আমার
তুমি সর্বজ্ঞ মহান স্রষ্টার।
তোমার মাঝে আছে করুণা
অকুন্ঠ স্নেহ মমতা আর ভালোবাসা।
জীব প্রেমে তুমি উন্মাসিক-মাতাল
স্রষ্টার ছায়া তোমাকে রেখেছে আচ্ছাদিত
করে, তুমি অপ্রতিরোধ্য।
১১.০৩.২০২৩