সবুর খান এমবিই এর কবিতা বালিংগা
বালিংগা
সবুর খান MBE
মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
মা-বাবার কুলে প্রথম হাসি এ ধরা।
যে আলো,বাতাস,ছায়ায় হৃদয় ঘেরা,
যে সবুজে শৈশব কৈশোর স্মৃতি ভরা।
মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
যে শিক্ষালয়ে আমার নব লেখাপড়া।
যে মাঠে আনন্দ উল্লাসে খেলা করা,
যেখানে আমার সহপাঠী বন্ধুরা।
মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
যে পুণ্য মাঠিতে মা-বাবা সমাহিত করা।
স্বজন পড়শী আমার পরম্পরা ,
জান্নাত দাও খোদা প্রার্থনায় যিয়ারা।
মন ত উড়েই বেড়ায় গ্রামে সারাবেলা,
স্মৃতির আনন্দ উল্লাসে করে খেলাধুলা।
গ্রামের কল্পনায় হৃদয়ে রচে মেলা,
ভাবনায় উন্নয়নের ঐশ্বর্যের লীলা।
বালিংগা বিদ্বান্ সারা বিশ্বে অলঙ্কৃত,
নক্ষত্রের মত আকাশে উজ্জ্বলিত।
প্রতিনিধি নির্ধারণে সদা অবহিত,
শিক্ষা চিকিৎসা উন্নতে সহমত।
সুখে-দুঃখে দেশ বিদেশে ঐক্যে আমরা,
গ্রাম মোদের ঐতিহ্যবাহী বালিংগা
মন চায় উড়ে যেতে গ্রাম বালিংগা
গ্রাম যে আমার সকল গ্রামের সেরা বালিংগা