মিজানুর রহমানের কবিতা “আল-কোরআন”
প্রকাশিত হয়েছে | ১৬:১৯, অক্টোবর ২০, ২০২৩
www.adarshabarta.com
আল-কোরআন
মিজানুর রহমান
তুমি মহাকাব্য নয়, তুমি মহাগ্রন্থ
তুমি সৃষ্টি নয়, তুমি স্রষ্টার মন্ত্র।
তুমি আসনি, নিয়ে আসা হয় তোমায়
তুমি বাড়ালে ইজ্জত, যিনি নিয়ে আসল তোমায়।
তুমি ছড়ালে আলো মরুর বুকে,যার রনক আজও উজ্জ্বল
তোমার আলোয় আলোকিত যারা, তাঁরা চিরদিনের সফল।
তুমি মজলুমের পাশে দাঁড়াও, রুক্ষ জুলুমবাজি
তুমি প্রতিষ্টা কর এতিমের হক, ভেংগে সব কারসাজি।।
তুমি তাওহিদের শিক্ষা দিলে সারা দুনিয়াকে
তুমি যাহিলিয়াত করলে দূর মানব সমাজ থেকে।
তোমার পরিচয় শুধুই তুমি, কিছুই নাই তুলনার
তুমি স্রষ্টার পবিত্র বাণী, আল-কোরআন নাম তোমার।
লন্ডন, ২০ অক্টোবর ২০২৩