আবু সালেহ ইয়াহিয়া-এর মাতৃবিয়োগে কানাইঘাট এসোসিয়েশনের সমবেদনা ও শোক
মখলিছুর রহমান:
কানাইঘাট উপজেলার ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি পূর্ব কুনাগ্রাম নিবাসী কানাইঘাট এসোসিয়েশন ইউকের কালচারাল সেক্রেটারি আবু সালেহ ইয়াহিয়া সাহেবের মমতাময়ী মা বুধবার, ৮ নভেম্বর বাংলাদেশে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
উনার মাতৃবিয়োগে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে এসোসিয়েশনের সভাপতি আজমল আলী সাহেবের নেতৃত্বে বুধবার বাদ এশা উনার শাডওয়েলস্হ বাসাতে যান কানাইঘাট এসোসিয়েশনের সম্মানীত নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সেক্রেটারী জাকারিয়া সিদ্দিকের পরিচালনায় কোরআন থেকে তোলাওয়াত করেন হাফিজ মাওলানা শরীফ উদ্দিন। সংক্ষিপ্ত কথায় কানাইঘাট এসোসিয়েশনের সম্মানীত সভাপতি আজমল আলী বলেন, আবু সালেহ ইয়াহিয়া সাহেবের মায়ের মৃত্যুতে ইউকেতে বসবাসরত কানাইঘাট কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির সকলেই সববেদনা জানিয়েছেন। আল্লাহ যেন এই নেক বান্দির সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ আসন দান করেন। পরিবারের সবাইকে সবরে জামিল দান করেন।
উক্ত ভিজিটে আরও উপস্হিত ছিলেন মুরব্বি লুতফুর রহমান, কানাইঘাট এসোসিয়েশনের সম্মানীত সহসভাপতিবৃন্দ সাদেকুল আমীন, আবুল ফাতেহ, মখলিছুর রাহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী হারুনুর রশীদ, এসিস্ট্যান্ট ট্রেজারার জাকির হোসাইন মিল্লাত, হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, মোস্তফা কামাল ও বদরুজ্জামান বাবুল প্রমুখ।
পরিশেষে সবাইকে নিয়ে এসোসিয়েশনের সম্মানীত সভাপতি আজমল আলী সাহেবের দেয়ার মাধ্যমে এ মহতী অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্হিত সকল নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।