প্রচ্ছদ

কামরুল ইসলাম বুলবুল-এর কবিতা ‘আলোর ঝরা ফুল’

  |  ২০:২৬, এপ্রিল ০৪, ২০২৪
www.adarshabarta.com

আলোর ঝরা ফুল
।। কামরুল ইসলাম বুলবুল ।।

এ কী পথ-ভোলা পথিক,
এলে নিঠুর ধুলির ধরায়!
যেন কোন স্বর্গের ফুল
এলে অবনী__আপন আভায়
উজ্জ্বল তুমি__কোমল সুবাসে__
বিমোহিত করলে কত কত প্রাণ!
জাগালে সাড়া__তোমার কথা কাজে,
ঢেউ ওঠেছে, পুলক লেগেছে হৃদয়-মাঝে!
সহস্র শিষ্য তোমার,
দেখেছে দীপ্ত শোভন চিন্তার জোয়ার।
হেসেছে, ভেসেছে পুলকে,
কোন বিশেষ অতিথি এলে ভূলোকে?
ক্ষণিকের এ উজল উদ্বেল-সফরে,
জীবন সাজালে সাথে চারার-বহরে!
মাটির মানুষ তাই মৃত্তিকা-তরু,
এই আবেশে পাড়ি দিলে জীবন-মরু!
হয়ত বুঝিনি, হয়ত বুঝেছি,
হৃদয়ে পেয়েও হৃদয়ে খুঁজেছি।
আলেয়ার ধরাতে তুমি আলোর ঝরা ফুল,
বুকে নিই তুলি বেদনায় দুলি কাঁদি মশগুল।
—————-
কামরুল ইসলাম বুলবুল
গ্রাম: গোয়ালজুর
ডাকঘর: গাছবাড়ি – ৩১৮৩
কানাইঘাট, সিলেট ।