সময় গেলো ✍️ মিজানুর রহমান মিজান
দিনে দিনে সময় গেলো অন্তিম বেলা ঘনিয়ে এলো কি করলে যাবার।। মাটির ঘর ডাকছে নিত্য অন্ধকার যার সঙ্গি সত্য নাহি নিন্দ্র আহার বিহার।। আপন ভেবে সবাইকে আনন্দ আহলাদে থেকে মরণ ভয়ে কাঁদলে না একবার।। কেহ নয় সঙ্গের সঙ্গী কতজন ছিলো অঙ্গাঅঙ্গি সবই মিথ্যা নাই ইয়ত্তা ভাবার।।