প্রচ্ছদ

কে এম আবুতাহের চৌধুরী-এর কবিতা “কবি নাজমুল স্মরণে”

  |  ২৩:২৫, জুন ০৬, ২০২৪
www.adarshabarta.com

কবি নাজমুল স্মরণে
✍️ কে এম আবুতাহের চৌধুরী

কবি তুমি চলে গেলে
মায়ার ভুবন ছেড়ে,
তোমার হাজার কাজের স্মৃতি
আমার মনে পড়ে।

দিনে রাতে তোমার সাথে
হতো কত আলাপন,
সমাজের কল্যানের তরে
ভাবতে তুমি সারাক্ষণ।

জনসেবায় বিলিয়ে দিলে
তোমার এই জীবন,
দান খয়রাত বিলিয়ে দিতে
মন ছিলোনা কৃপণ।

কলমের ডগায় তুলে ধরতে
সমাজের যত অনাচার,
তোমার জীবন চরিত্রে ছিল
কত গুণের সমাহার।

এমন রোগে ধরলো তোমায়
জীবন নিলো কেড়ে,
তোমার শত কাজের স্মৃতি
বার বার মনে পড়ে।

মাফ করে দাও ওগো প্রভু
তোমার বান্দা নাজমুল,
জীবনের সকল নেক কাজ
দয়া গুণে কর কবুল।

লন্ডন, যুক্তরাজ্য
৬ জুন ২০২৪