সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “কুটুম আসে”
প্রকাশিত হয়েছে | ১৪:৩০, জুন ১৬, ২০২৪
www.adarshabarta.com
কুটুম আসে
✍️সুফিয়ান আহমদ চৌধুরী
ঈদের দিনে কুটুম আসে
হাসে রাঙা মুখে,
চিবিয়ে পান রসের কথা
বলে কত সুখে।
নতুন জামা আতর গায়ে
কত খুশি রাঙা,
ঈদের দিনে কুটুম রয়
আহা বেশ চাঙা!
কুটুম হাতে বিয়ের লিষ্টি
ঠোঁটে রাঙা পান,
কথায় গল্পে আসর মাতে
গায় সুখে গান।
এমনি করে ঈদের দিনে
আলো হাসে ঘরে,
কুটুম ঠিক রাঙায় মন
কত মজা করে।
কুটুম আসে মধুর হাসে
যায় ঈদ দিন,
মনের দুঃখ হয় তো দূর
বাজে সুরে বীণ।
নিউইয়র্ক,
জুন ১৬, ২০২৪