প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘রক্ত চক্ষু’

  |  ১৩:১১, আগস্ট ১৭, ২০২৪
www.adarshabarta.com

শিহাবুজ্জামান কামাল:

 

কোথায গেল রক্ত চক্ষু

শক্ত কথার বুলি

জনগনকে দমিতে রাখতে

চালাতে যে গুলি।

 

বলতো যদি কেউ কখনো

প্রতিবাদী কথা

ধরে নিয়ে তাঁদেরসাথে

চলতো নিষ্টূরতা।

 

লক্ষ মায়ের আর্তনাদে

আকাশ বাতাস ভারি

প্রভুর কাছে তাঁরা শুধু

করত  আহাজারি

 

সীমা লঙ্ঘনকারী যারা

ভাবেনা একবার

এক পলকে সব ক্ষমতা

যেতে পারে তার!

 

জালিম শাসক ক্ষমতাধর

কত নাফরমান

ইতিহাসের আস্তাকুঁড়ে

তাদের হলো স্থান।

 

লন্ডন, ৮ আগস্ট ২০২৪ইং