প্রচ্ছদ

কানাইঘাটের সমাজসেবী আলহাজ্ব আব্দুন নুর আর নেই

  |  ২২:৩১, আগস্ট ২৮, ২০২৪
www.adarshabarta.com

আদর্শবার্তা রিপোর্ট :
সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের অধিবাসী, কানাইঘাট বাজারের প্রাক্তন ব্যবসায়ী,প্রবীণ মুরব্বি, সমাজসেবী আলহাজ্ব আব্দুন নুর আর নেই।
বুধবার (২৮ আগস্ট ২০২৪ ইংরেজি) বিকাল ৪ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি কয়েক বছর যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
সমাজসেবী, আলহাজ্ব আব্দুন নুর মৃত্যুকালে সহধর্মিণী সহ ৫ জন ছেলে, ১ জন মেয়ে সন্তান, ভাই, বোন, ভাতিজা, ভাতিজি, ভাগ্না, ভাগ্নী, নাতি, নাতিন এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন। সদালাপী, পরোপকারী এবং পরহেজগার হিসাবে সুপরিচিত ছিলেন।
মরহুম আলহাজ্ব আব্দুন নুরের বড় ছেলে মারুফ আহমদ স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। দ্বিতীয়তম ছেলে মাহফুজ আহমদ মধ্যপ্রাচ্য প্রবাসী। তৃতীয়তম ছেলে তানভীর আহমদ, চতুর্থতম ছেলে সাব্বির আহমদ, পঞ্চমত্ম ছেলে তাহমিদ আহমদ কলেজে লেখা পড়ার পাশাপাশি কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করছেন। মরহুম আব্দুন নুরের একমাত্র মেয়ে রাবিয়া আক্তার রুবি লন্ডনে বসবাস করছেন। নুর সাহেবের একমাত্র জামাতা হলেন প্রবাসী লেখক সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম। যিনি রাবিয়া আক্তার রুবির স্বামী।
আলহাজ্ব আব্দুন নুর ১৯৫০ সালে কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব আব্দুল কাইয়ুম। বড় ভাই আলহাজ্ব আব্দুল হান্নান বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজনীতিবীদ মামুন রশিদ তাঁর পিতা আলহাজ্ব আব্দুল হান্নানের সুস্থতার জন্য এবং মরহুম চাচা আলহাজ্ব আব্দুন নুরের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আলহাজ্ব আব্দুন নুরের মৃত্যুতে গোটা এলাকা সহ দেশে বিদেশে শোকের ছায়া নেমে আসে। স্যোশাল মিডিয়া জুড়ে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই স্ট্যাটাস আপলোড করেছেন।
বুধবার রাত ৯ টায় ছোটদেশ দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে সসর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
আল্লাহ রাব্বুল আ’লামিন যেনো মরহুমের ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আ’মিন।