প্রচ্ছদ

নির্বাচন যখনই হবে আ.লীগ আমলের চেয়ে ‘গ্রহণযোগ্য’ হবে: সাখাওয়াত

  |  ১৪:৫৫, ডিসেম্বর ১১, ২০২৪
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে- তা আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনের চেয়ে ‘গ্রহণযোগ্য’ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, আমি আশা করব- আগামী নির্বাচন যেটা হবে, যখনি হবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য… অতীতে যা দেখেছি তা যেন না হয়।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে এক অনুষ্ঠানে নৌপরিবহণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত এসব কথা বলেন।
নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।এরপর তাদের অধীনে টানা তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।তিনটি নির্বাচন নিয়েই বিতর্ক রয়েছে।এরমধ্যে দশম ও দ্বাদশ নির্বাচন বর্জন করে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।
আগামীতে যারা অংশ নেবেন তারা ওই তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন বলে ধারণা উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। আর না নিলে তা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।
সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘আগের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশের সব স্ট্রাকচার নষ্ট করে গেছে।সেটা আমলাতন্ত্র হোক, বিচার বিভাগ হোক কিংবা পুলিশ। আজ পর্যন্ত পুলিশ দাঁড়াতে পারছে না- এমন স্ট্রাকচার নষ্ট হয়েছে; দাঁড় করানো খুব কঠিন। আগে আমি বাইরে থেকে বলতাম। এখন আমি ভেতর থেকে দেখছি।’
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের ‘ভোটের উৎসব’ চলে গেছে বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা সাখাওয়াত।