শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘জীবন’
প্রকাশিত হয়েছে | ১৮:০২, ডিসেম্বর ২০, ২০২৪
www.adarshabarta.com
‘জীবন’
✍️ শিহাবুজ্জামান কামাল
সময়ের পথ চলা
নইকো সোজা
বয়ে যেতে হবে
জীবনের বোঝা।
আসে কত ঝঞ্চাট
ঘাত প্রতিঘাত
কখনো যায়না করা
কোন প্রতিবাদ।
আঁধারের গা ঘেঁষে
কতনা বেলা
ভাবনায় কেটে যায়
শুধু একেলা।
চলার পথে আসে
বাঁধা জঞ্চাল
প্রতিহত করে সব
দেবে সামাল।
স্বার্থের কষাঘাতে
কত কিছুই হয়
চেনা লোক বদলাবে
জেনো নিশ্চয়।
এভাবেই সময় আসে
দিন চলে যায়
একদিন পাড়ি দেবে
শেষ ঠিকানায়।
সামনের পথ ধরে
তবু যেতে হয়
এর নাম জীবন ভাই
জেনো নিশ্চয়।
লন্ডন: ৬ ডিসেম্বর ২০২৪ ইংরেজি