লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন শাহ শেরওয়ান কামালী
সিলেট প্রেস ক্লাবের আজীবন সদস্য ও দৈনিক জালালাবাদ-এর ডাইরেক্টর বৃটিশ-বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোনীত হয়েছেন । তিনি গত ১৯ জানুয়ারি লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিজয় দিবসের অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন । এসময় ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদসহ অতিথিবৃন্দ তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। জনাব শেরওয়ান কামালী তাঁকে ক্লাবের আজীবন সদস্য পদে মনোনীত করায় ক্লাব নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, প্রেস ক্লাব একটি সম্মানের জায়গা । এই সংগঠনের সদস্য হওয়াটা অনেক মর্যাদার । প্রেস ক্লাব তাঁদের যেকোনো প্রয়োজনে আমাকে কাছে পাবে।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবে বর্তমানে শতাধিক আজীবন সদস্য রয়েছেন । এই পরিবারে জনাব শেরওয়ান কামালী যুক্ত হলেন । প্রেস ক্লাবের আজীবন সদস্যদেরকে আমরা একটি সম্মানজনক অবস্থানে রাখতে চাই । কারণ আজীবন সদস্যদের আর্থিক সহযোগিতায় আমরা ২শ হাজার পাউন্ড দিয়ে পূর্ব লন্ডনে ক্লাবের জন্য নিজস্ব প্রোপার্টি কিনতে পেরেছি। সংবাদ বিজ্ঞপ্তি