প্রচ্ছদ

সন্দ্বীপের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত

  |  ২১:০৮, ডিসেম্বর ৩০, ২০২৪
www.adarshabarta.com

সন্দ্বীপের জন্য প্রেম-প্রীতি ও মায়া মমতায় ভরা কৃতি সন্তানদের দ্বারা গঠিত হয়েছে সন্দ্বীপ উন্নয়ন সমন্বয় কমিটি। গত শনিবার ২৮ শে ডিসেম্বর ২০২৪ ইং এই কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বনানীতে বৈশাখী পার্কে এই কমিটির সাধারণ অথচ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মোহাম্মেদ দিদারুল আলম, বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আলোচকগণ সংক্ষিপ্ত ভাবে সন্দ্বীপের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি বয়ান করেন ও বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমূলক কাজগুলো সমাধা করার জন্য কিভাবে সহযোগিতা ও সমন্বয় করা যায়; সেই বিষয়ে নীতি নির্ধারণীয় দিক নিৰ্দেশনা নিয়ে আলোচনাকরেন।

প্রস্তাবিত ও গৃহীত উন্নয়নমূলক কাজগুলো হলো – সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরী ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরী ঘাট নির্মাণ ও চালু করতে দ্রুত পদক্ষেপ বাস্তবায়নে সমন্বয় করা, চট্টগ্রামের ট্রাঙ্ক রোড থেকে বাঁশবাড়িয়া ফেরী ঘাট পর্যন্ত ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে রহমতপুরের পুলঘাট পর্যন্ত বা বিকল্প রোড হিসাবে পৌরসভা অফিস পর্যন্ত দুই লেনের সড়ক নির্মাণ প্রকল্পে সমন্বয় করা। ফলে পৌরসভার এই রাস্তার মাধ্যমে পুরান টাউনের হয়ে স্বর্ণ দ্বীপ ও উড়ির চরের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদন করার জন্য ও সন্দ্বীপকে নদী বন্দর ঘোষণা করে গেজেট প্রকাশের জন্য বর্তমান সরকারের উপদেষ্টা, সাবেক সচিব, অর্থনীতিবিদ ও প্রফেসর মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

কর্পোরেট কর্মকর্তা চৌধুরীর মাসুদ রেজা সিদ্দিকীর সঞ্চলনায় সভায় আলোচনা করেন লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, এসবিপি, এনডিসি, পিএসসি, সাবেক ব্যাংকার মোশাররফ হোসেন রিপন, অধ্যাপক জসিমউদদীন, সার্জেন্ট (অবঃ) তৌহিদুল মাওলা মাসুদ, গণসংহতি আন্দোলন জাতীয় পরিষদ সদস্য, ঢাকা উত্তরের আহবায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ মনিরুল হুদা বাবন।

তাছাড়াও সন্দ্বীপের সীমানাভুক্ত জেগে উঠা ৫২১ বর্গমাইল ভূমির অধিকার ও সন্দ্বীপের সীমানা নির্ধারণে হাইকোর্টের রীট নিয়ে আলোচনা করা হয়েছে। রীট কারী জনাব মোঃ মনিরুল হুদা বাবন রীটের বর্তমান অবস্থা সম্বন্ধে একটা সম্যক ধারণা দেন।

আলোচকগণ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর সন্দ্বীপে পুনরায় স্থাপন ও দেশের রেমিটেন্সের ১৩-১৫% যোগানদাতাদের সুবিধার্থে সন্দ্বীপে আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপন করার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে সন্দ্বীপের সন্তান শিব্বীর আহমেদ তালুকদার উক্ত কমিটি গঠন করাকে যুগোপযোগী একটি মাইলফলক ও টার্নিং পয়েন্ট হিসাবে বর্ণনা করেন এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে সামর্থানুযায়ী দেশ মাতৃকা সন্দ্বীপের জন্য কাজ করার আহ্বান জানান।