জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবি – লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের উদ্যোগে ৪মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘঠিকায় বাংলাদেশ হাইকমিশন লন্ডনে মান্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুছের কাছে একটি স্বারক লিপি প্রদান করা হয়।
একই সাথে স্বারকের অনুলিপি সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সংলিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে মান্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে প্রেরন করা হয়।
স্বারক হস্তান্তর অনুষ্ঠানে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক লাবিদ আহমদ পিরোজী, যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে ওমর ফারুক, ফখর চৌধুরী, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ আজম আলী, শাহ শেরওয়ান কামালী, সদস্য সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল, কোষাধক্ষ বাবুল তালুকদার, খায়রুজ্জামান সানী এবং জহিরুল হক। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন।
সংগঠনের নেতৃবৃন্দ নতুন হাইকমিশনার হিসেবে যুক্তরাজ্যের দ্বায়ীত্বে মিসেস আবিদা ইসলামকে নিযুক্ত করায় বাংলাদেশের বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি নেতৃবৃন্দ যুক্তরাজ্যে মিসেস ইসলাম সফলতার সহিত দ্বায়ীত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে মান্যবর হাইকমিশনার মিসেস আবিদা ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
মান্যবর হাইকমিশনার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকর নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শুনেন এবং সরকারের নিকট সংগঠনের দাবি যথার্থ তুলে ধরবেন বলে জানান।