আহমেদ ইকবাল চৌধুরী-এর কবিতা ‘ড. ইউনুস’

‘ড. ইউনুস’
একজন ইউনুস মানে
বিশ্বে লাল সবুজের পতাকার সর্বোচ্চ স্থান।
একজন ইউনুস মানে
ফ্যাসিবাদের চিরতরে প্রস্তান।
আধিপত্যবাদীরা বানাতে চেয়েছিল
তোমাকে সন্ত্রাসী
মানবতা দিয়ে মেরেছো তুমি
তাদের মুখে লাথি।
একজন ইউনুস মানে
দেশকে নিয়ে না বলা অনেক স্বপ্ন
একজন ইউনুস মানে
হাসিমুখে অনেক চ্যালেন্জের গালগল্প।
একজন ইউনুস মানে
দুর্নীতিবাজ টাকা পাচারকারীরদের হাজার কোটি টাকার নিঃস্ব হওয়ার গল্প।
একজন ইউনুস মানে
মুখোশধারী দরবেশ বাবাদের আতংক
একজন ইউনুস মানে
শেয়ার বাজারে নিঃস্ব হওয়া মানুষগুলোর উঠে দাঁড়াবার স্বপ্ন।
একজন ইউনুস মানে
খাঁদে পড়া অর্থনীতিকে ঠেনে সমৃদ্ধ করার গল্প
একজন ইউনুস মানে
ডাল, পিয়াজ আলু, ও তেলের কমদাম
দেশের মানুষ উপভোগ করল একটি শান্তিপুর্ন রামাদান।
আহমেদ ইকবাল চৌধুরী
ব্যাংকার, লন্ডন।