কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা
প্রকাশিত হয়েছে | ২০:৫৮, মে ০৭, ২০২০
www.adarshabarta.com
রবীন্দ্র নাথ
কাজী শাহেদ বিন জাফর
জগত জুড়ে খ্যাতি ছিল
রবীন্দ্র নাথ কবি,
বাঙলা হলো প্রাণের ভাষা
কিরণ বিলে রবি।
ভাসতো চোখে সামনে যতো
লিখতো ছড়া ছন্দে,
অপূর্ব যা’ মিল দিয়েছে
গন্ধ নহে মন্দে।
কবিতাতে যেমন ছিলেন
গল্পেও নয় কম,
কাব্য গাঁথা নাম ছিল তাঁর
পায়নি লেখায় দম।
নিপুণ হাতে লিখিয়ে গেছেন
ছন্দে পরিপাটি,
প্রবন্ধেও হাতটা ছিল
যাদুর মতো খাঁটি।
সৃষ্টি যতো রবি নাথের
বাঙলা ভাষী গর্ব
আজো গাহি তাঁর গুন গান
নয় কিছুতে খর্ব।
————-০————