যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপ ধারণ করেছে করোনাভাইরাস
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র :
যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপ ধারণ করেছে করোনাভাইরাস। বৃহস্পতিবার এখানে আরও দুই হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীদের পূর্বাভাস, জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা এক লাখ স্পর্শ করবে। সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। এ নিয়ে দেশটিতে ৭৬ হাজার ৯২৮ জন মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন।
করোনা আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। করোনায় মৃত্যু ও আক্রান্তে আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানিয়েছে, দেশটিতে আক্রান্ত বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ! এদিকে হোয়াইট হাউসে জাতীয় প্রার্থনা দিবস অনুষ্ঠানে কোভিড নাইন্টিনে আক্রান্ত ফ্রন্ট লাইন যোদ্ধারের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই ট্রাম্পের ব্যক্তিগত এক পরিচারক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম।
এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১৬ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছে। ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস শুক্রবার (৮ মে) সকাল ৯টা পর্যন্ত ২ লাখ ৭০ হাজার ৭১১ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩ লাখ ২ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে ২২ লাখ ৫৩ হাজার ৬১৫ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৮ হাজার ৯৫৮ জনের অবস্থা গুরুতর।