মুহম্মদ আজিজুল হক-এর কবিতা
এক প্রলয়ঙ্করী কালবোশেখী চাই
মুহম্মদ আজিজুল হক
আকাশ জুড়ে তর্জন-গর্জন শুনি আজ প্রদোষে,
করোনা গ্রাসিত গৃহবন্দি এই মানুষের দেশে।
আজ রাতে এক প্রলয়ঙ্করী কালবোশেখী চাই;
আজ রাতে এক ভীম পরাক্রমী প্রভঞ্জন চাই;
আজ একটা দামিনী-দাপিত রুদ্র যামিনী চাই;
আরণ্যক পল্লবে বিক্ষুব্ধ সামুদ্রিক ঊর্মি চাই।
আজ রাত্রিতে মেঘ কজ্জল আকাশতলে, শহরে
বন্দরে, গ্রামীণ জনপদে, দানবগ্রস্ত নগরে
চাই বজ্র-নিনাদিত বায়ু-তাড়িত আকাশচেরা
ঝড়োবৃষ্টি; ঠাঁই না পায় যেন করোনা দানবেরা
কোথাও। হোক তড়িৎ-তাড়িত কাঙ্খিত ঝঞ্ঝা-বারি,
হোক দামিনীখচিত ঝোড়ো রজনী ত্রাস-সঞ্চারি;
যেন সংক্ষুব্ধ মুক্তি সেনাদল পশ্চাদ্ধাবনরত
হানাদার বাহিনীর; তড়িৎ চাবুকে অবিরত
প্রহৃত পলায়মান। ধরণীরে করিবে বিমুক্ত
ঝেড়ে তেড়ে নিয়ে করোনারে ডুবিয়ে তারে বিক্ষুব্ধ
সমুদ্রের অতল তলে।
করোনা মুক্ত হোক দেশ
পরিশুদ্ধ হোক বায়ু ফিরুক বিমল পরিবেশ
রুদ্ধ ফুসফুস ফের টেনে নিক নির্মল বাতাস
বুক ভরে।
তাই আজ এ প্রদোষে বিক্ষুব্ধ আকাশ
হউক দানব বিতাড়নার্থে এক ঝঞ্ঝা-তাড়িত
ধ্বংসমত্ত, বজ্র-নিনাদিত ক্ষিপ্ত দামিনী-দাপিত
বৃষ্টির প্রদৃপ্ত প্রেক্ষাগার। মুক্ত হোক বসুমতী,
মুক্ত হোক গৃহরুদ্ধ মানুষ অবরুদ্ধ ধরিত্রী।
মুহম্মদ আজিজুল হক
সাবেক রাষ্ট্রদূত, চীন