ফ্রান্সে কুমিল্লার লালমাই উপজেলা এসোসিয়েশন – এর মতবিনিময়
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুমিল্লার লালমাই উপজেলা এসোসিয়েশন, ফ্রান্স – এর মতবিনিময় সভা। প্যারিসের গারদ্যু নর্দের শাহ রেস্টুরেন্টে রবিবার (২১ এপ্রিল ২০১৯) অনুষ্ঠিত মতবিনিময় উপলক্ষে সেদিন ফ্রান্সে বসবাসরত লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিলো।
দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন। মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। বাংলা নতুন বছরের শুরুতে জন্মভূমি লালমাই উপজেলার মাটি ও মানুষজনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। এরই মাঝে পরিবেশিত হয় দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক বাঙালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লালমাইর কৃতি সন্তান, রাজনীতিবিদ অধ্যাপক অপু আলম। সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলা ব্যবসায়ী ফোরামের সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমন (শাহ আলম)। সংঘটক তোফায়েল আহমদ পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল মালেক হিমু, সিনিয়র সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম। বক্তৃতা করেন মো: ইলিয়াস, জহির, কাজী নাজমুল, কবির হোসেন, আলা উদ্দিন, আব্দুল কাদের, মোবারক হোসেন, হাবিবুল হক মজুমদার, আবুল হোসেন, মাসুদুর রহমান, রনি, জাকির, মহিন, আবু তাহের, নুমান, কবির, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, বাবুল হোসেন, কামাল উদ্দিন প্রমুখ।