প্রচ্ছদ

বাঁচাতে হবে ‘পৃথিবীর ফুসফুস’, টনক নড়েছে ব্রাজিলের

  |  ১৬:৫৯, মে ১৪, ২০২০
www.adarshabarta.com

আদর্শ বার্তা ডেস্ক :

পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজনের বিস্তীর্ণ বনভূমিতে মাঝেমধ্যেই দাবানল দেখা যায়। সে দাবানল কি প্রাকৃতিক নাকি মনুষ্যসৃষ্ট, তা নিয়ে তর্ক আছে বিস্তর। গত বছরও ভয়াবহ দাবানলে আমাজনের বিস্তীর্ণ বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেইসঙ্গে পুড়ে ছাই হয়েছিল বহু পশুপাখি, গাছপালা। আমাজনের সে অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিল সারা বিশ্ব। একই সঙ্গে ব্রাজিল সরকারের সমালোচনায় মুখর হয়েছিল সারা বিশ্বের মানুষ। এত দিনে আমাজন বনভূমি রক্ষায় টনক নড়েছে ব্রাজিল সরকারের। বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিচ্ছায় বনভূমি রক্ষার জন্য এবার উদ্যোগ নিয়েছে ব্রাজিল সরকার।

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মউরাও জানিয়েছেন, চলতি বছর দাবানলের সময় আসার আগেই আমাজন রক্ষার জন্য সেনা মোতায়েন করা হচ্ছে। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে ও নিউজ১৮ এ খবর জানিয়েছে।

পরিবেশ ধ্বংসের অবৈধ কর্মকাণ্ড রুখতে সেনাবাহিনী সাহায্য করবে বলে জানিয়েছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট। আমাজনের বিস্তীর্ণ বনভূমি রক্ষার জন্য বেসরকারি সংস্থার সাহায্যও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে অনেকেই বলছেন, গত বছর সঠিক সময় উদ্যোগ নিলে হয়তো দাবানলে বিস্তীর্ণ বনভূমির ক্ষতি হওয়া আটকানো যেত। পরিবেশবিদদের অভিযোগ, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারের বাণিজ্যপন্থী নীতির জন্যই আগুন দিয়ে বন ধ্বংসের ঘটনা বেড়ে গিয়েছিল। গত ১১ বছরের মধ্যে ২০১৯ সালে আমাজনে বনভূমি ধ্বংসের হার ছিল সবচেয়ে বেশি।

পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ২০ শতাংশ অক্সিজেনের জোগান দেয় আমাজন। বছরে ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এ বনভূমি। চলতি বছর এরই মধ্যে এক হাজার ২০২ বর্গকিলোমিটার বন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ব্রাজিল সরকার। ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেভেদো সিলভা জানিয়েছেন, আমাজনের তিনটি শহরে সেনাবাহিনীর অপারেশনাল ঘাঁটি বানানো হচ্ছে। অবৈধ কাঠ পাচারসহ বনভূমি ধ্বংসের যাবতীয় চক্রান্তের বিরুদ্ধে অভিযান চালাতে আপাতত তিন হাজার ৮০০ সেনা মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে প্রায় এক কোটি ৩২ লাখ ডলার খরচ হবে বলে জানিয়েছেন তিনি।